বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শীতের সকালে এদেশের গ্রাম, শহর, নদী-নালা কুয়াশায় ঢেকে যায়। বিশেষ করে গ্রামের প্রকৃতি অন্যরূপ ধারণ করে। এ এক অপরূপ সুন্দর বাংলাদেশ। পৃথিবীতে এমন দেশ দ্বিতীয়টি নেই।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাংলাদেশের জেলেরা পুকুর, খাল, বিল, নদী ও সাগরে মাছ ধরে। কেউ বা জাল পেলে, কেউ বা কোচ দিয়ে আবার কেউ বা বড়শি দিয়ে মাছ ধরে। কেউ বিক্রয় করার জন্য আবার কেউ শখ করে মাছ ধরে। মাছ ধরার মাঝে একটি আনন্দ আছে।
বন্যা বাংলাদেশের একটি নিত্য নৈমত্তিক ঘটনা। বাংলাদেশে প্রায় প্রতি বছর কোন না কোন জেলায় বন্যা হয়। বন্যায় বাংলাদেশের বাড়ি-ঘর, ফসল ও গবাদীপশুর ব্যাপক ক্মতি করে। গ্রামের দরিদ্র মানুষ অর্ধাহারে, অনাহারে দিন কাটায়।
বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের বেশির ভাগ লোক গ্রামে বাস করে, যাদের অধিকাংশের পেশা কৃষিকাজ। তারা মাঠে ধান ফলায়। পাশের ছবিতে গ্রাম বাংলার সেই পরিচিত ধান কাটার দৃশ্যই দেখা যাচ্ছে।
বাংলাদেশ একটি ছোট এবং দারিদ্র পীড়িত দেশ হলেও এদেশের মানুষ শিক্মা ও সংস্কৃতিতে যথেষ্ট অগ্রসর হয়েছে। বাংলাদেশের দামাল ছেলেরা ইত্যবসরে অনেক সুনাম কুড়িয়েছে বিশ্ব ক্রিকেট অঙ্গনে। আমরা আশা করি অচিরেই বাংলার সোনার ছেলেরা বিশ্বকাপ জয়ী দল হিসেবে দেশকে বিশ্বদরবারে সম্মানীত করবে।
বাংলাদেশ বিশ্ব মানচিত্রের একটি খুবই ছোট দেশ। এদেশের প্রায় তিনদিক ভারত দ্বারা বেষ্টিত। আর একদিকে আছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত। এই সমুদ্রসৈকত পৃথিবীর সবচেয়ে উপযুক্ত ও স্বাস্থকর স্থান।